বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালা
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুকাররম এর সঞ্চালনায় দুই দিনব্যাপী (১ম ও ৪র্থ) কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল-মাল সম্পাদক মাগফুর এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি আব্দুল মোমিন শের জাহান সাহেব, মুফতি আবু হোসাইন জোনায়েদ সাহেব এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ।
দুই দিনব্যাপী এই কর্মশালায় আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক সাইফ সিরাজ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক দায়িত্বশীল মাওলানা আহসান হাবিব তানভীর সহ আরও অনেকেই।