ঢাকাSunday , 21 September 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত শরিফুল আলম, সম্পাদক মাজহারুল ইসলাম

প্রতিবেদক
alhadi
September 21, 2025 6:00 am
Link Copied!

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত শরিফুল আলম, সম্পাদক মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৫ — কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে শরিফুল আলমকে সভাপতি এবং মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের নেতাকর্মীরা জানিয়েছেন, নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় জেলা বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন তারা। সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে নবনির্বাচিত সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।