এনামুল হাসান ফারুকীর চিকিৎসা খরচ নিয়ে রাজনৈতিক রঙ্গমঞ্চ তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, মানুষের জীবনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অমানবিক ও লজ্জাজনক।
বক্তারা দাবি করেন, মাত্র তিন লাখ টাকার জন্য কোনো ব্যক্তিকে ‘ইজারা’ দেওয়া গ্রহণযোগ্য নয়। লন্ডনী হুজুর বা রাজনৈতিক নেতাদের সমর্থকরা চাইলে একরাতেই এ অর্থ সংগ্রহ সম্ভব। কিন্তু সেটি স্বচ্ছ ও সম্মিলিতভাবে করা হয়নি।
প্রস্তাবে বলা হয়, প্রতিটি জেলার হেফাজত সভাপতি ও দেশের বড় মাদ্রাসাগুলো থেকে অনুদান নিয়ে একটি স্থায়ী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক তহবিল গঠন করা উচিত। এ ছাড়া শিক্ষক–কর্মচারীদের ছোট ছোট চাঁদা ও বড় সংগঠনগুলোর সহায়তা দ্রুত অর্থসংস্থানে ভূমিকা রাখবে।
বক্তাদের মতে, মূল লক্ষ্য হওয়া উচিত রোগীর জীবন রক্ষা—রাজনীতি নয়। তাই খরচ নির্ধারণ করে জনসমক্ষে ঘোষণা দিয়ে সম্মিলিতভাবে সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।