নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন।
নিউইয়র্কে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনসহ বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও আলোচনায় যোগ দেবেন। সেখানে টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসা এবং জলবায়ু পরিবর্তনসহ সমসাময়িক বৈশ্বিক ইস্যুতে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
ড. মুহাম্মদ ইউনুসের এ সফরকে আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।