ঢাকাWednesday , 22 October 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খতিব নিখোঁজ: হুমকি-চিঠির পরে অপহরণের আশঙ্কা Protect Our Sisters BD উদ্বেগ প্রকাশ

প্রতিবেদক
alhadi
October 22, 2025 1:32 pm
Link Copied!

তারিখ: ২০ অক্টোবর ২০২৫

স্থান: টঙ্গী, টিএনটি কলোনী

টঙ্গীর কেন্দ্রীয় মসজিদের খতিব গত কয়েক মাস ধরে হুমকিপূর্ণ চিঠি পাচ্ছিলেন; সম্প্রতি মাগরিবের পর নতুন একটি চিঠিতে তাকে সরাসরি লক্ষ্য করা হয়। ২০ অক্টোবর ফজরের পর হাঁটতে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ; পরিবারের মোবাইল যোগাযোগ বন্ধ পাওয়া যাচ্ছে। অভিযোগ রয়েছে—চিঠিতে চাপিয়ে বলা হচ্ছে নির্দিষ্ট বক্তব্য দিতে, না মানলে পরিবার ও ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রকাশভঙ্গির হুমকি দেওয়া হয়েছে। পুলিশের কাছ থেকে পরিবারকে পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

Protect Our Sisters BD দ্রুত ও পূর্ণ তদন্তের দাবি করে—খতিবকে উদ্ধার ও সন্দেহভাজনদের গ্রেফতার করা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। প্রয়োজনীয় প্রমাণ (চিঠি স্ক্যান, অগ্নিকাণ্ড সংক্রান্ত নথি) সংরক্ষিত আছে।

যোগাযোগ: Protect Our Sisters BD (সদ্যপ্রকাশিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নম্বর ও ইমেইল ওয়েবসাইটে দেওয়া আছে)