ঢাকাTuesday , 14 October 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নরসুন্দা নদীর ভবিষ্যৎ কোন অফিসে?

প্রতিবেদক
alhadi
October 14, 2025 3:31 pm
Link Copied!

এক পোস্টে কে এম নাজিমুদ্দিন বলেন

নরসুন্দা নদীর ভবিষ্যৎ কোন অফিসে ?

নিয়মিত সরকারি অফিস ভিজিটের অংশ হিসেবে আজ গিয়েছিলাম পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জ অফিসে

নরসুন্দা নদীর উন্নয়ন নিয়ে সরকারি বেশ কিছু অফিস ও সামাজিক সংগঠনের সাথে যোগাযোগ করে আসছিলাম ।

নদীর উন্নয়ন নিয়ে কেউ কোন সঠিক তথ্য দিতে পারছিলেন না।
অনেকেই বলেছেন, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ ।

পানি উন্নয়ন বোর্ডে আজকে গিয়ে অবাক হলাম যে, নরসুন্দা নিয়ে তাদের কোন বাজেট, প্রকল্প কিংবা কর্মসূচী নেই।

কৌতুহল নিয়ে জিজ্ঞেস করলাম, আগামী বছরখানেকের মধ্যে কোন প্রকল্প বা বাজেট আসবে কিনা, উত্তরে দায়িত্বরত কর্মকর্তা বললেন, বাজেট বা প্রকল্প আসার কোন সম্ভাবনা নেই।

তাহলে নরসুন্দ নদীর ভবিষ্যত কি