আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এ মনোনীত কিশোরগঞ্জের মাহবুব
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত এক ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ১৭ বছর বয়সী কিশোর মাহবুব স্থান পেয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর মনোনয়নে। পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এই সম্মাননা দিয়েছে।
ছোটবেলা থেকেই প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত হাওর অঞ্চলের মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছেন মাহবুব। সমাজের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার স্বপ্ন তখনই তার মনে গেঁথে যায়। করোনার সময় থেকেই তিনি সক্রিয়ভাবে কাজ শুরু করেন। ২০২২ সালে প্রতিষ্ঠা করেন “The Change Bangladesh” নামের একটি সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য ছিল শিশুদের স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি।
এই সংগঠনের মাধ্যমে তিনি শিশুদের জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরি, বৃক্ষরোপণ, ও বৃক্ষ উপহার দেওয়ার মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি, অসুস্থ শিশুদের রক্তের অভাব মেটাতে তিনি গড়ে তুলেছেন “ব্লাড খুঁজি” নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা রক্তদাতা ও রোগীর মধ্যে সংযোগ স্থাপন করে।
হাওর অঞ্চলের শিশুদের জীবনমান উন্নয়নে তার উদ্যোগ স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে। মাহবুব বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎকে বাঁচাতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
নেদারল্যান্ডসভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বব্যাপী শিশুদের মধ্যে শান্তি, শিক্ষা ও মানবকল্যাণে অবদানের স্বীকৃতি স্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে। ২০২৫ সালের মনোনয়ন তালিকায় মাহবুবের নাম উঠে আসা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।