ঢাকাSaturday , 13 September 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সীরাতুন নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলার শুভ উদ্বোধন

প্রতিবেদক
alhadi
September 13, 2025 5:43 pm
Link Copied!

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার):

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম-উলামা, গবেষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এম ফখরুল হোসেন প্রামানিক। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সীরাতুন নবী (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে এ ধরনের ইসলামী বইমেলা সময়োপযোগী উদ্যোগ। বইমেলার মাধ্যমে তরুণ প্রজন্ম ইসলামী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ইসলামী বই প্রদর্শন ও বিক্রি করবে।