ঢাকাFriday , 12 September 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অনন্ত আশা

প্রতিবেদক
alhadi
September 12, 2025 8:12 am
Link Copied!

অনন্ত আশা

শুক্রবার পবিত্র দিন,
নামাজে ডাকে আসমান-বীন।
মুসলিম হৃদয় জাগে নতুন আলো,
পাপের গ্লানি ধুয়ে যায় কালো।
স্মরণ করি মহান আল্লাহকে,
করুণা যার ছায়ায় ঢেকে রাখে।

স্মরণ করি আখেরি নবী,
তাঁর ভালোবাসায় মিলবে সবই।
পৃথিবী মনে করায় জীবনের মান,
কত অল্প সময়, ক্ষণস্থায়ী প্রাণ।

আমার জন্ম ধ্বনি বাজে অন্তরে,
রহমতের নিদর্শন লুকায় প্রতিক্ষণে।
স্মরণ করি মৃত্যুর কথা,
একদিন ফিরব ধূলির পথে যথা।
কবরের অন্ধকার, একাকী রাত,
তখনই চাই সৎ আমল শত প্রভাত।

শুক্রবার তাই আনুক শান্তি,
পাপমুক্ত হোক অন্তরের কান্তি।
স্মরণে থাকুক চিরকালীন দিশা,
আল্লাহর পথে মিলুক অনন্ত আশা।

আবদুল হালিম
কেন্দুয়া