ঢাকাSunday , 7 September 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আদর্শের বাতিঘর ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

প্রতিবেদক
alhadi
September 7, 2025 10:45 am
Link Copied!

বড় কিশোর তরুণ যুবক যুবতী থেকে শুরু করে বৃদ্ধ সকলের জন্য আদর্শের ফেরি করে গিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জীবন যাপনের যতগুলো ধারা উপধারা রয়েছে সবগুলো ক্ষেত্রেই দেখা যাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে এক অনুপম আদর্শ। যার সত্যয়নে আল্লাহ তায়ালা বলেন: নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী

( সূরা আল কলম ৪)
অপর আয়াতে বলেন : অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ।
(সূরা আহযাব ২২)

সন্তানের সাথে একজন বাবার আচরণ কেমন হবে সে নির্দেশনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে নামাজের আদেশ করো আর দশ বছর বয়সে (নামাজ না পড়ার অপরাধে ) প্রহার করো এবং বিছানা পৃথক করে দাও।
(মুসনাদে আহমদ ১৮৭, আবু দাউদ ৪৯৫)

সন্তান মাতা পিতার সাথে কেমন আচরণ করবে সে ব্যাপারে তিনি বলেন: রবের সন্তুষ্টি মা-বাবার সন্তুষ্টির মধ্যেই নিহিত রয়েছে। আর মা-বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে রবের অসন্তুষ্টি। (মুজামুল কাবীর ১৪৩৬৮)

স্বামীর ভূমিকা সম্পর্কে বলেন : আপন স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়াও একটি সদকার সমপরিমাণ  সওয়াব।
আবু দাউদ ২৮৬৪।

একজন সাধারণ নাগরিকের দায়িত্ব সম্পর্কে বলেন : তোমরা (মনোযোগ সহকারে আদেশ) শ্রবণ কর এবং (আমিরের) আনুগত্য কর। যদিও কোন হাবশী গোলামকে তোমাদের আমীর নিযুক্ত করা হয়।
(সহিহ বুখারী)

সেনাপ্রধান কেমন হবে তা বুঝাতে তিনি বলেন :আমি মুহাম্মদ, আমি আহমদ……….. আমি যুদ্ধের নবী।
(সহীহুল জামে ১৪৭৩)
একজন রাষ্ট্রনায়কের মৌলিক দায়িত্বের দিকে ইশারা করতে তিনি বলেন: সাত ব্যক্তিকে হাশরের দিন আল্লাহ তায়ালা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া  ব্যতিত  আর কোন ছায়া থাকবে না।
১: ন্যায়পরায়ণ শাসক..
…..…
অপর একটি অত্যন্ত সমৃদ্ধ হাদিসে তিনি বলেন তোমরা সকলেই দায়িত্বশীল এবং প্রত্যেকে আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
রাষ্ট্রপ্রধান নাগরিকদের প্রতি  দায়িত্বশীল, পরিবারের কর্তা পরিবারের সকলের দায়িত্বশীল, স্ত্রী স্বামীর ঘর এবং সন্তানদের উপর দায়িত্বশীল। অতএব তোমরা সকলেই দায়িত্বশীল।
(বুখারী মুসলিম)

এছাড়াও মানব জীবনের প্রতিটি সেক্টর সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। কিন্তু হায়! আমরা আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে ভালোবাসি পশ্চিমা লাইফস্টাইল।যার কারণে আমাদের  পরিবার সমাজ রাষ্ট্র সর্বত্রই অশান্তি বিরাজমান।

প্রিয় পাঠক / পাঠিকা!  আপনি জীবনের যে সেক্টরেই চান সেখানেই পেয়ে যাবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান আদর্শ। যে আদর্শের মাঝে লুকিয়ে আছে দুনিয়া এবং পরকালের সফলতা।
তাই আসুন! এখন থেকে আমাদের বাস্তব জীবনে রাসুলের আদর্শের প্রায়োগিক অনুশীলন করতে শুরু করি।আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুক। আমীন

মাওলানা উবায়দুল্লাহ মুয়াজ
শিক্ষার্থী উচ্চতর হাদীস গবেষণা বিভাগ,
ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা।