ঢাকাMonday , 8 September 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতাল সংস্কারের দাবিতে তৃতীয় দিনের অবস্থান, ১৭ সেপ্টেম্বর কঠোর আন্দোলনের হুমকি

প্রতিবেদক
alhadi
September 8, 2025 11:19 am
Link Copied!

কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সংস্কার ও উন্নয়নের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এ কর্মসূচি।

আন্দোলনকারীরা জানান, হাসপাতালের ভগ্নদশা ও নানা অনিয়মের কারণে প্রতিদিন হাজারো রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে এবং আশ্বাস দেন, আগামী সাত কর্ম দিবসের মধ্যে দাবি বাস্তবায়ন করা হবে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা আপাতত আন্দোলন স্থগিত রেখেছেন। কিন্তু সাত কর্ম দিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ১৭ সেপ্টেম্বর পুরান থানা এলাকায় সড়ক অবরোধ এবং হাসপাতালের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুরু হওয়া এ আন্দোলনে ধীরে ধীরে সাধারণ মানুষ, বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন যুক্ত হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, এ আন্দোলন কেবল ছাত্রদের নয়, বরং জনগণের চিকিৎসার অধিকার আদায়ের সংগ্রাম।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, সঠিক চিকিৎসা না পাওয়া, যন্ত্রপাতি নষ্ট থাকা এবং প্রয়োজনীয় ওষুধের ঘাটতির কারণে তারা প্রতিনিয়ত বিপাকে পড়ছেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাত কর্ম দিবসের মধ্যে কর্তৃপক্ষ যদি প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা না নেয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।