স্টাফ রিপোর্টার | ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে নিয়ে ভণ্ড নাঈম ও আবু নাঈমের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবং হাটহাজারী মাদ্রাসায় সংঘটিত ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল সমবেত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কওমী মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, “২৪ ঘণ্টার মধ্যে নাঈম ও আবু নাঈমকে গ্রেপ্তার করা না হলে সারাদেশে হরতালের ডাক দেওয়া হবে।”
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।