ইমাম-উলামা পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলার দিকনির্দেশনায় এবং ইমাম-উলামা পরিষদ মাইজখাপনের উদ্যোগে আজ দিনব্যাপী “আফটার স্কুল মাকতাব” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আগামী প্রজন্মের ঈমান ও নৈতিকতার সুরক্ষায় এ কর্মসূচিকে একটি অনন্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মাইজখাপন ইউনিয়নে ইতোমধ্যেই কার্যক্রমটি চালু হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ইনশাআল্লাহ কিশোরগঞ্জের সব উপজেলার প্রতিটি ইউনিয়নে ধীরে ধীরে এ উদ্যোগ প্রসারিত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সবার সহযোগিতায় এই মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হবে।