কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় দুর্দশা ও অব্যবস্থাপনার প্রতিবাদে সাত দফা দাবিতে সারাদিনব্যাপী অবস্থান কর্মসূচি চলছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তাদের দাবি— জরুরি সংস্কারের মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, পর্যাপ্ত ডাক্তার ও নার্স নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, আইসিইউ ও জরুরি বিভাগের কার্যকরী ব্যবস্থা, ওষুধের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা, দুর্নীতি-অনিয়ম বন্ধ করা এবং হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে এ হাসপাতালের চিকিৎসা সেবায় মারাত্মক সংকট চলছে। রোগীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তারা এ কর্মসূচি পালন করছেন।
কর্মসূচি চলাকালে বক্তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।