ঢাকাFriday , 5 September 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের মানবিক সহায়তা পৌঁছালো আফগানিস্তানে

প্রতিবেদক
alhadi
September 5, 2025 11:00 am
Link Copied!

বাংলাদেশের মানবিক সহায়তা পৌঁছালো আফগানিস্তানে

আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো বাংলাদেশের মানবিক সহায়তা এইমাত্র পৌঁছেছে রাজধানী কাবুলে। শুক্রবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী কাবুল বিমানবন্দরে অবতরণ করে।

সরকারি সূত্র জানায়, সহায়তার মধ্যে রয়েছে খাদ্যপণ্য, ওষুধ, পোশাকসহ জরুরি প্রয়োজনীয় সামগ্রী। কাবুল বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় প্রশাসনের হাতে এগুলো হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল এ সময় বলেন, “ভ্রাতৃত্বপূর্ণ দেশ হিসেবে আফগানিস্তানের এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ সহায়তা চলমান থাকবে।”

সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দুর্গত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দিতে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে এসেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশও এই সহায়তা পাঠিয়েছে।