ঢাকাFriday , 5 September 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ নিখোঁজ জমিয়ত নেতার লাশ নদী থেকে উদ্ধার, বিচার দাবি কেন্দ্রীয় জমিয়তের

প্রতিবেদক
alhadi
September 5, 2025 10:14 am
Link Copied!

সুনামগঞ্জ নিখোঁজ জমিয়ত নেতার লাশ নদী থেকে উদ্ধার, বিচার দাবি কেন্দ্রীয় জমিয়তের

সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর  নিথর দেহ শরীফপুর এলাকায় নদী থেকে উদ্ধারের খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। ৫৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর একজন আলেম, সংগঠক ও সমাজসেবকের মরদেহ পাওয়া যেভাবে জাতিকে হতবাক করেছে, তা শুধু একটি হত্যাকাণ্ড নয়। এটি রাষ্ট্র ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতারও জ্বলন্ত প্রমাণ।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, এই নির্মম হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতার অংশ। যারা ইসলামি নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাজনীতিকে ভয় পায়, তারাই এমন কুকর্মে লিপ্ত হতে পারে।

তারা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর পক্ষ থেকে  মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত বিচার,প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও আলেম-উলামা ও ইসলামপন্থী নেতাকর্মীদের নিরাপত্তা দিতে রাষ্ট্র নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান।

শহীদ মাওলানার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।