ঢাকাSunday , 19 October 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ সদর হাসপাতালে সংস্কার কাজে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অগ্রগতি

প্রতিবেদক
alhadi
October 19, 2025 10:54 am
Link Copied!

কিশোরগঞ্জ সদর হাসপাতালে সংস্কার কাজে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অগ্রগতি

কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্বিক সেবা উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে অগ্রণী ভূমিকা রেখে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশন। গত দুই মাস ধরে হাসপাতালের নানা সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করছে সংগঠনটি। এ লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করে যাচ্ছে।

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদ হাসান অনিক, উপদেষ্টা নীরব হাসান সুজনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মোঃ বরকত উল্লাহ্, ওয়ারিয়র্স অফ জুলাই কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, আনাস ইব্রাহিম, সায়েম জায়ান, রাকিবুল ইসলাম, এমদাদুল হক্ব, রওজা, অফিসহ আরও অনেকে।

উক্ত বৈঠকে হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক, আরএমও ছাড়াও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

ডা. নূর মুহাম্মদ শামসুল আলম, উপ-তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ বলেন—

সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা যে সমস্যাগুলো তুলে ধরেছেন ও সংস্কারের দাবি জানিয়েছেন, সে অনুযায়ী ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। আমরা ধাপে ধাপে কাজ এগিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। এই হাসপাতালকে জনগণের জন্য আরও সেবামুখী করতে আমরা বদ্ধপরিকর।”

দেবাশীষ ভৌমিক, আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ বলেন

সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশন যে ধারাবাহিকভাবে মনিটরিং ও গঠনমূলক কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এভাবে যদি প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং জনসাধারণ এক হয়ে কাজ করি, তবে খুব শিগগিরই এই হাসপাতাল দেশের অন্যতম শৃঙ্খলাপূর্ণ ও উন্নত হাসপাতাল হিসেবে গড়ে উঠবে—এটা আমাদের বিশ্বাস।

সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের বক্তব্যস

হযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদ হাসান অনিক বলেন

আমরা হাসপাতালকে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সেবামুখী করতে কাজ করছি। প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ ইতিবাচক ভূমিকা রাখছে—এটা আমাদের আগামী কাজকে আরও গতিশীল করবে।”

সংগঠনটির প্রতিনিধিরা আরও জানান, হাসপাতালের পরিবেশ, রোগীদের নিরাপত্তা, সেবার মান এবং ভোগান্তি কমাতে তারা নিয়মিত মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে।

বৈঠকের সময়সূচি

বৈঠকটি দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ২টা ৩০ মিনিটে শেষ হয়।