ঢাকাTuesday , 7 October 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবীজির জীবনচর্চায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এই আয়োজন

প্রতিবেদক
alhadi
October 7, 2025 7:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ | মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জ শহরের পুরান থানাস্থ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সিরাত প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ তুলে ধরে হৃদয়স্পর্শী আলোচনা উপস্থাপন করে।

সংগঠনের সভাপতি হুজায়ফা আল মামদূহর সভাপতিত্বে ও সেক্রেটারি সাদিকুল ইসলাম রিফাত এবং অফিস সম্পাদক শাহরিয়ার আহমেদ নাফির সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আমরুল্লাহ সাহেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুদাররিস মাওলানা আবদুর রহিম,
আবু হুরায়রা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা শহীদুল্লাহ,
আদর্শ নূরানী মাদরাসার পরিচালক মাওলানা এরশাদুল হক,
বাইতুল হিকমাহ মাদরাসার পরিচালক মাওলানা নাজিমুদ্দিন,
এবং মাদরাসা ইমাম বোখারী (রহ.) কিশোরগঞ্জের মুহতামিম মুফতি জোবায়ের আহমাদ।

বক্তব্যে নবীপ্রেমের অনুপ্রেরণা

প্রধান অতিথি মাওলানা আমরুল্লাহ বলেন,

“নবীজির জীবনধারা মানবতার শ্রেষ্ঠ পথনির্দেশ। তরুণ প্রজন্ম যদি সেই আদর্শে গড়ে ওঠে, সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে।”

সভাপতি হুজায়ফা আল মামদূহ বলেন,
“কাহ্ফ ওয়েলফেয়ার অর্গানাইজেশন শুধু সেবামূলক নয়, এটি একটি নৈতিক চেতনার আন্দোলন। আমরা চাই, তরুণরা নবীপ্রেম ও মানবতার বাণী ধারণ করুক।”

বিশেষ অতিথি মুফতি জোবায়ের আহমাদ বলেন,

“সিরাত শিক্ষা মানে শুধু জানা নয়, তা হৃদয়ে ধারণ করা। আজকের এই আয়োজন সেই প্রেরণাকে আরও গভীর করবে।”

পুরস্কার ও সংবর্ধনা

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ১০ হাজার টাকার বই পুরস্কার তুলে দেন অতিথিরা।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রহিম।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ইসলামের সৌন্দর্য ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করবে।

বার্তা প্রেরক
(মেহেদি হাসান তুহিন)
প্রচার সম্পাদক
কাহ্ফ ওয়েল ফেয়ার অরগানাইজেশান