“মুক্তির দিশারী ইসলামী কাফেলা” (হিমাগার রোড, শিক্ষকপল্লী, কিশোরগঞ্জ সদর)এখন থেকে “Kahf Welfare Organization” কাহফ ওয়েলফেয়ার অরগানাইজেশন
শিক্ষা, সংস্কৃতি, দাওয়াহ ও সমাজকল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠন “মুক্তির দিশারী ইসলামী কাফেলা”-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে সংগঠনটির নতুন নাম হবে “Kahf Welfare Organization”।
সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে একাধিক বৈঠক ও পরামর্শ শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক কাঠামো মজবুত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সুসংগঠিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নতুন পরিচয়ে “Kahf Welfare Organization” সমাজসেবা, দীন প্রচার এবং কল্যাণমূলক কার্যক্রমে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের দায়িত্বশীলগণ।
সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
— হুজাইফা আল মামদূহ
কাহফ ওয়েলফেয়ার অরগানাইজেশন