কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে নবজাতক কাণ্ডে যা জানা গেলো
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে ঘিরে নতুন করে অভিযোগ উঠেছে। ভিক্টিম পরিবারের সাথে কথা বলে জানা যায়, শিশুটি মায়ের গর্ভেই মারা যায়। পরবর্তীতে মৃত নবজাতককে বের করতে রোগীকে হাসপাতালে আনা হলে সেখানে নানা অনিয়ম ঘটে বলে অভিযোগ করেছেন তারা।
পরিবারের দাবি, হাসপাতালে আনার পর ইন্টার্ন চিকিৎসক একটি ইনজেকশন দেন, কিন্তু সেটি কী ইনজেকশন ছিল তা তিনি নিজেও পরিষ্কারভাবে জানাননি। ইনজেকশনের পর রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসক রোগীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এসময় পরিবারের লোকজন চিকিৎসক ও কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে হাসপাতালের স্টাফরা তাদের সঙ্গে অমানবিক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; প্রতিনিয়তই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের অব্যবস্থাপনা ও খারাপ ব্যবহার দেখা যায়। এর ফলে সাধারণ রোগীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হাসপাতালটিতে যেন রোগীরা ন্যায্য চিকিৎসা পান এবং ডাক্তার, নার্স ও স্টাফরা তাদের সঙ্গে মানবিক ব্যবহার করেন—এটাই তাদের প্রত্যাশা।
আল-হাদী অনলাইন