কিশোর-তরুণদের ঈমান–আকীদার ভিত্তি দৃঢ় করা, চিন্তার জগৎ নির্মাণ, পড়ুয়া প্রজন্ম তৈরি এবং শিক্ষা–সংস্কৃতিসংশ্লিষ্ট প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতায় পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ সাহিত্য মাহফিল (গাইটাল শিক্ষকপল্লী শাখা)–এর দৈনিক পাঠচক্র।
পাঠচক্রের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কাহফ ওয়েলফেয়ার অরগানাইজেশন–এর আমীর হুযাইফা আল মামদূহ এবং নেতৃত্ব দিচ্ছেন কাহফের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিহাদ আন–নাহিয়ান। পাঠ্যসূচি নির্ধারণ, প্রস্তুতকরণ এবং পরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে ইনতিযার সম্পাদকমণ্ডলী।
শুধু আলোচনা নয়, বরং একটি সুসংগঠিত শিক্ষামূলক উদ্যোগ হিসেবেই পাঠচক্রটি পরিচালিত হচ্ছে। ধারাবাহিক প্রচেষ্টা ও অনুশীলনের মাধ্যমে একটি জ্ঞানবান্ধব ও ঈমানদীপ্ত সমাজ গড়ে তোলার স্বপ্নই এ আয়োজনের মূল লক্ষ্য।