আমি নিজেও একজন জুলাই আহত। তাই আহত জুলাই যোদ্ধাদেরকে এভাবে দেখে সত্যি খুব কষ্ট লাগছে।
জুলাই সনদে দেশের সবার ঐক্য মত প্রয়োজন ছিল, আমাদের সবার মত দেওয়ার একটি সুস্পষ্ট পদ্ধতির দেওয়া উচিত ছিল যেটা দেওয়া হয়নি।
এটা না দেওয়ার কারণে এরকম একটি দিন আমাদের দেখতে হল। এটা ইনক্রিম সরকারের জন্য একটি কলঙ্কিত অধ্যয় হয়ে থাকবে বলে মনে করি।
আমরা যারা আহত হয়েছি তাদের কথা এই সনদে আসেনি কেননা ঐক্যমত্য কমিশনে যারা ছিলেন আমার জানামতে তারা কেউই জুলাইয়ের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। তাদের কারো কানের পাশ দিয়ে গুলি যায়নি। তাদের কারো গায়ে হাত পড়েনি। তাদের কারো অঙ্গহানি হয়নি।
তাই তারা জানেন না ফ্যান্টম পেইন কি জিনিস। নার্স পেইন কি জিনিস। তারা জানেনা দিনের মধ্যে ২৪ টা ঘন্টা ব্যথায় থাকা কেমন লাগে। ব্যথায় রাতে না ঘুমাইতে পারার অনুভূতিটা কি। জীবন কেমনে পার করবো সেটা নিয়ে ডিপ্রেশনে পড়ে যাওয়ার বিষয়টাও ওনারা বুঝবেন না, অনুভব করতে পারবেন না। তাই তারা আহতদের উল্লেখ না করে তাদেরকে আবারো আহত করল।
কিন্তু বিষয়গুলি আমি জানি, অনুভব করেছি, এদের কষ্ট আমি বুঝতে পারি তাই এই ছবিটি দেখে আমার খারাপ লাগছে।
যারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে। যাদের জন্য আজকে উপদেষ্টারা কোটি কোটি টাকার মালিক হতে পেরেছেন। তাদের আজকে এভাবে লাঞ্ছিত করা হল।
আসিফ মাহতাব উৎসর ফসেবুক থেকে নেওয়া ।