সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি
কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সংস্কারের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা এ কর্মসূচি চলে।
আন্দোলনকারীরা জানান, তাদের ঘোষিত ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন।
প্রথমে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) কিশোরগঞ্জ জেলা শাখা এ আন্দোলন শুরু করলেও পরে জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে।
৯ দফা দাবি ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা লুবাবা। আন্দোলনকারীরা স্পষ্ট করে বলেন, সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সংস্কার ছাড়া তারা পিছু হটবেন না।
এ সময় তারা পুরান থানায় “ইগলাক আত-তুরুক” কর্মসূচি দেওয়ার কথাও উল্লেখ করেন।