- বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের প্রকাশিত “#হৃদয়ের_সম্রাট প্রিয় নবিজী ফিদাকা ইয়া রাসুল আল্লাহ” শিরোনামের লিফলেট এবং সংগঠনের “সংক্ষিপ্ত পরিচিতি” শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন জেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক শফি উদ্দিন মোশাররফ এবং বাজিতপুর মাইজ চর ইউনিয়নের সহ-বাইতুলমাল সম্পাদক মুজাহিদ ইসলাম।
এসময় হাজী আসমত সরকারি কলেজ ভৈরব ও হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ভৈরবের শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।