ঢাকাFriday , 19 September 2025
  1. আর্ন্তজাতিক
  2. ইসলাম
  3. বিনোদন
  4. রাজনীতি
  5. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তালেবদের বিরুদ্ধে আবারও প্রোপাগান্ডা!

প্রতিবেদক
alhadi
September 19, 2025 6:43 am
Link Copied!

আফগানিস্তানে তালেবান সরকার মোট ৬৮০টি ইসলামবিদ্বেষী বই নিষিদ্ধ করেছে। এর মধ্যে ৫৪০টি পুরুষের আর ১৪০টি নারীর লেখা বই রয়েছে।

কিন্তু আশ্চর্যের বিষয়—গণমাধ্যমের শিরোনাম বানানো হয়েছে শুধু নারী লেখকের বই নিষিদ্ধ হয়েছে!
যেমন দেশে লীগ মাইর খাইলে হেডলাইন হয় “সংখ্যালঘু মাইর খাইছে, মুক্তিযোদ্ধা মাইর খাইছে”—তালেবদের খবরও তেমনই বানানো হচ্ছে।
অতএব, পরিষ্কার যে তালেবানকে ঘিরে নেতিবাচক অনেক নিউজই প্রোপাগান্ডা ছাড়া কিছু নয়।