গাজীপুরের কালিয়াকৈরে মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ করে নৃশংসভাবে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত জয় কুমার দাস ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সচেতন ছাত্র জনতা।
আজ দুপুরে শহরের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ শেষে গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানায়। এসময় বক্তারা বলেন,
“মাদ্রাসার নিরীহ ছাত্রীকে পাশবিক নির্যাতনের শিকার করার মতো জঘন্য ঘটনার বিচার দ্রুত কার্যকর করতে হবে। আমরা দাবি জানাই—ধর্ষক জয় কুমার দাস ও তার সহযোগীদের ফাঁসির দণ্ড নিশ্চিত করা হোক।”
বক্তারা আরও হুঁশিয়ারি দেন,
“যদি অতি দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হয়, তবে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো ইনশাআল্লাহ।”
আন্দোলনকারীরা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের শাস্তি কার্যকর করা সরকারের দায়িত্ব। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়।