কিশোরগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনিসুরক্ষা, পুনর্বাসন ও ন্যায্য দাবি বাস্তবায়ন এর দাবিতে “ওয়ারিয়র্স অব জুলাই” কিশোরগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে জুলাই আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের পুনর্বাসন ও মামলা প্রত্যাহারের পাশাপাশি ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় জুলাই যোদ্ধারা।