বাংলাদেশ ক্বারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন
বাংলাদেশ ক্বারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্বারী মাওলানা হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্বারী মুফতি উবায়দুল্লাহ আল ফয়জী।
নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে জেলার ক্বারীগণ ঐক্যবদ্ধভাবে পবিত্র কুরআনের তিলাওয়াত, প্রচার-প্রসার এবং হাফেজ ও ক্বারীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ ক্বারী সমিতি দেশের অন্যতম ধর্মীয় সংগঠন, যা কুরআন চর্চা ও তিলাওয়াতের মান উন্নয়ন এবং ক্বারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।