আদ-দাওয়া বাংলাদেশের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘সিরাত কর্মশালা’।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫)
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। “সিরাত চর্চা হোক সারা বছর” – এ স্লোগানকে সামনে রেখে কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী।
আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, দৈনিক আমার দেশ-এর সহকারী সম্পাদক মাওলানা আলী হাসান তৈয়ব এবং সময় টিভির সিনিয়র সহ-সম্পাদক মুফতি আব্দুল্লাহ তামীম। তাঁরা সিরাতের বিভিন্ন দিক ও সমকালীন জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিলু রোড মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি সালাহ উদ্দিন। সভাপতিত্ব করেন আদ-দাওয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মামুন চৌধুরী।
কর্মশালার বিশেষ আকর্ষণ ছিল সিরাত কুইজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা সম্পর্কে তাদের জ্ঞান প্রদর্শন করেন এবং বিজয়ীরা পুরস্কার লাভ করেন।
আয়োজকরা জানান, নবীজির (সা.) পবিত্র জীবন ও তাঁর আদর্শের শিক্ষা সাধারণ মানুষ ও যুবসমাজের মাঝে ছড়িয়ে দিতে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
আলোচকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন সমাজে মহানবীর (সা.) আদর্শ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।