কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
জুলাই সনদের বাস্তবায়ন ও উচ্চকক্ষে PR পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে নেতাদের হুঁশিয়ারি
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও উচ্চকক্ষে পিআরসহ ৫ দফা দাবিতে আজ ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে শুরু হওয়া এ মিছিলের সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম সাহেব। জেলা সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমী ও সদরের সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উল হক যৌথভাবে পরিচালনা করেন।
মিছিলে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া-কটিয়াদি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানি।
বিশেষ অতিথিরা ছিলেন—
হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী
সদরের সহ-সভাপতি মাওলানা কাজী আশরাফ আলী
যুব মজলিস কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সহ-সভাপতি জনাব হাবিবুর রহমান মামুন
এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তাদের হুঁশিয়ারি
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “যদি আমাদের ৫ দফা দাবি অবিলম্বে মেনে না নেওয়া হয়, তবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক (হাফিঃ)-এর নেতৃত্বে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবো ইনশাআল্লাহ।”
সমাপনী শ্লোগান
সভাপতির সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ দৃপ্ত কণ্ঠে শ্লোগান তোলেন—
“বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, মুজিববাদ মূর্দাবাদ।”
বিভিন্ন উপজেলায়ও কর্মসূচি
এছাড়াও একই সময়ে কিশোরগঞ্জ জেলার অধীনস্থ তাড়াইল, করিমগঞ্জ, বাজিতপুর, কুলিয়ারচরসহ বিভিন্ন উপজেলা শাখায়ও একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।