কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
কিশোরগঞ্জ, ২৪ সেপ্টেম্বর:
বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ জেলা পাবলিক লাইব্রেরীতে এক প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম সাহেবের সভাপতিত্বে আয়োজিত এ সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি হেদায়াতুল্লাহ হাদী। তিনি বলেন, “সংগঠনের অগ্রযাত্রা গতিশীল করতে সৎ, দক্ষ ও আদর্শিক কর্মী গড়ে তোলা জরুরি। প্রশিক্ষণের মাধ্যমেই আদর্শিক কর্মী তৈরি সম্ভব।”
এসময় আরো উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম,
কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান,
জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমী।
জেলা শাখার সহ্ সভাপতি Khairul Islam Thakur
কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান মোমেনী বলেন, “কিশোরগঞ্জকে খেলাফত মজলিসের কাজে একটি মডেল শাখা হিসেবে প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।” তিনি কর্মীদের মধ্যে ত্যাগ, নিষ্ঠা ও ধৈর্যের গুণাবলি বিকশিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীল নেতা-কর্মীসহ অগ্রসর সদস্যরা অংশগ্রহণ করেন।