ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫ — জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা। এবারের মেলায় দেশ-বিদেশের প্রায় শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন জাতীয় মসজিদের খতীব মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। এসময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ইসলামি বই প্রকাশনায় উৎসাহব্যঞ্জক মন্তব্য করেন।
মেলায় দেশি-বিদেশি ইসলামিক সাহিত্য, গবেষণা গ্রন্থ, কুরআন-হাদিস বিষয়ক বইসহ শিশু-কিশোরদের জন্য উপযোগী নানা ধরনের বই পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।