আন্তর্জাতিক, ১৮ সেপ্টেম্বর ২০২৫ —
ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান সফরে গিয়েছেন পীর সাহেব মধুপুরী (দা.বা.) ও আমীরে মজলিস ইবনে শাইখুল হাদিস (দা.বা.) সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের একটি বিশেষ প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের এই সফরে আফগানিস্তানের রাষ্ট্রীয় নেতৃত্ব ও আলেম সমাজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা, উলামায়ে কেরামের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধিদলের সদস্যরা জানিয়েছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও আফগানিস্তানের ইসলামী অঙ্গনে সম্পর্ক আরও গভীরতর হবে বলে তারা আশাবাদী।