কিশোরগঞ্জে এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে—তিনি তার প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান বলে মন্তব্য করেছেন। এ ঘটনাকে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল অশালীন, অনৈতিক ও শিক্ষকতার মর্যাদাহানিকর হিসেবে দেখছেন।
প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীর ভাষ্যমতে, সাম্প্রতিক এক সময়ে অধ্যক্ষ ওই ছাত্রীকে উদ্দেশ্য করে সরাসরি এ ধরনের মন্তব্য করেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়।
অভিভাবকরা বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের অশোভন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। তারা অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় সামাজিক সংগঠন ও সাধারণ মানুষও এ ঘটনাকে শিক্ষাঙ্গনে অনৈতিক আচরণের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।