চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে অ্যাম্বুলেন্স সংকটে ভোগান্তিতে পড়তে হয়েছে আহতদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে স্থানীয় মাজারপূজারীরা উচ্চস্বরে গান-বাজনা বাজিয়ে মাদরাসার শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় এবং মসজিদ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যার পর শিক্ষার্থী ও এলাকাবাসী প্রতিবাদে নামলে মাজারপূজারী গোষ্ঠী তাদের ওপর নৃশংস হামলা চালায়।
অভিযোগ রয়েছে, আহত শিক্ষার্থীদের বহনকারী অ্যাম্বুলেন্সও হামলার শিকার হয়েছে। এ ঘটনায় এখনো প্রশাসনের কোনো কার্যকর হস্তক্ষেপ দেখা